ডায়াল সিলেট ডেস্ক ॥ মৌলভীবাজারের কুলাউড়ায় ফেনসিডিল সেবনকালে ১৩ বোতল ফেনসিডিলসহ ছাত্রদল নেতাসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার ১৩ মার্চ দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক হয়েছেন: কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের সিংরাউলী গ্রামের বাসিন্দা মো. মোত্তাকিনের ছেলে ইজাজ নিসার মুন (৩২) ও শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা তরমুজ আলীর ছেলে মো. মোখলেস আলী (২০)। তাদের মধ্যে মুন শমসেরনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

লালারচক বিওপির নায়েব সুবেদার মো. আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে লালারচক গ্রামে ওয়াজ কুরুনি নামে এক ব্যক্তির বসতঘরে মাদকসেবন চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মুন ও মোখলেসকে মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওয়াজকুরুনি নামে একজন পালিয়ে যান। পরে আটকদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দিয়ে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়, যোগ করেন তিনি।

এদিকে, মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *