ডায়াল সিলেট ডেস্ক ॥ শিক্ষকতা, সমাজ, রাষ্ট্র তথা দেশ গঠনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বড়লেখা উপজেলার দাসের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসসহ দেশসেরা ৯ জন শিক্ষক পেলেন আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের আয়োজনে চতুর্থবারের মতো বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে অনুষ্ঠিত হয়েছে ‘আইপিডিসি প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২’। এক মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে দেশের কীর্তিমান ৯ জন শিক্ষককে এই সম্মাননা প্রদান করা হয়।

সারা দেশের সেরা ৯ শিক্ষকের স্বীকৃতিপ্রাপ্তদের মধ্যে ২ জনই হলেন সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদের একজন বড়লেখা উপজেলার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস ও অপরজন হলেন শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল এন্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষক দীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য।

সেরা শিক্ষকের স্বীকৃতিপ্রাপ্ত অপর ৭ শিক্ষক হলেন, কক্সবাজারের ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক নূরুল ইসলাম, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. তউহিদুল ইসলাম সরকার, গাইবান্ধার তালুক জামিরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জহুরুল হক চৌধুরী, চট্টগ্রামের মোস্তফা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জন্নাত আরা বেগম, দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান, বগুড়ার বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. ফৌজিয়া হক বীথি ও রাজশাহীর ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা খাতুন।

প্রিয় শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলম। এছাড়া ঢাকার কয়েকটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, ইউনিভার্সিটি) গণ্যমান্য শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সংশ্লিষ্টরা এতে অংশগ্রহণ করেন। এই যৌথ আয়োজনের অপরপক্ষ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ প্রথম আলোর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গত বছরের ৫ অক্টোবর উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২-এর মনোনয়ন গ্রহণ। অনলাইন-অফলাইন মিলিয়ে সারাদেশ থেকে মোট ১,৭৭৯টি মনোনয়নপত্র জমা পড়ে। প্রাথমিক পর্যায়ের ২০১ জন এবং মাধ্যমিক পর্যায়ের ১,৫৭৮ জন শিক্ষক মনোনয়ন পান। যাদের মধ্য থেকে ৯ জন শিক্ষককে জুরি বোর্ডের সিদ্ধান্তে ‘প্রিয় শিক্ষক’ সম্মাননা প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে। এই ৯ জন শিক্ষককে বৃহস্পতিবার স্বীকৃতি প্রদান করা হল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *