প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩
মনজু বিজয় চৌধুরী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ের মাধ্যমে মৌলভীবাজার জেলায় ভূমিহীন ও গৃহহীন ১০০৪টি পরিবারকে ঘর দেয়া হচ্ছে।
মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে ২ শতক জমি ও গৃহ প্রদান কার্যত্রুম আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধোধন করবেন। এ বিষয়ে ২০ মার্চ সোমবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন আয়োজনে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান,প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন,সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা ও টি সেল) সুকান্ত সাহা, উপজেলা ভূমি অফিসার সাদিয়া সুলতানা প্রশাসনের কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ।
এছাড়াও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ১৪৭ জনকে ঘর প্রদানের মাধ্যমে রাজনগর উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে। রাজনগর উপজেরায় সবশেষ তালিকা অনুযায়ী মোট ৩৬৩ জন গৃহহীন ছিল। এর মধ্যে ১ম পর্যায়ে ৯৮জন, ২য় পর্যায়ে ৫০ জন ,৩য় পর্যায়ে ৫৯ জন , ৪র্থ পর্যায়ে ১৪৭ জনকে গৃহ প্রদান করা হয়। অবশিষ্ট ৯ জন কে স্থানীয় সহায়তায় গৃহ প্রদান করা হয়েছে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী কর্তৃক রাজনগর উপজেলাকে ভ’মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।
উদ্বোধনযোগ্য মোট ১০০৪টি ঘরের মধ্যে সদর উপজেলায় ১৬৭টি, রাজনগর উপজেলায় ১৫৪টি, কুলাউড়া উপজেলায় ৬৪টি, জুড়ী উপজেলায় ১৬২টি, বড়লেখা উপজেলায় ১০৯টি, কমলগঞ্জ উপজেলায় ২০০টি এবং শ্রীমঙ্গল উপজেলায় ১৪৮টি ঘর রয়েছে।
মৌলভীবাজার সদর উপজেলায় ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ পর্যায়সহ সর্বমোট ১১৬০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হবে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মাণের কর্মসূচি হাতে নেয়া হয় ।
মৌলভীবাজার জেলায় ৩য় পর্যায়ের অবশিষ্ট ১২৪ টি এবং ৪র্থ পর্যায়ের ৮৮০ টি সহ মোট ১০০৪টি গৃহ প্রদান আগামী ২২ মার্চ উদ্ধোধন করা হবে। ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও ঘরের কাগজ হস্তান্তর করা হবে।
তিনি আরোও জানান, ইতিমধ্যে ২০২০ সালের তালিকানুযায়ী মৌলভীবাজার জেলার ৪ হাজার ৬১১ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্েয প্রথম পর্যায়ে ১১২৬টি, দ্বিতীয় পর্যায়ে ১১৫১টি গৃহ হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে নির্মিত ৭৭৯টির মধ্যে ৬৫৫টি গৃহ পূর্বে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট ১২৪ টি গৃহ ২২ মার্চ হস্তান্তর করা হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech