প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৩
চলতি ২০২৩ সালের রমজান মাস উপলক্ষ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ইংলিশ ফুটবল লীগে খেলা চলাকালে খেলোয়াড়দের বিরতি দেয়াসহ রেফারিদের বেশকিছু বিশেষ নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্যের ফুটবল কর্তৃপক্ষ ব্রিটিশ ফুটবল অ্যাসোসিয়েশন- বিএফএ।
নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রত্যেক ম্যাচের সময় রোজা রাখা মুসলিম ফুটবলার এবং ম্যাচ কর্মকর্তাদের জন্য বিশেষ বিরতি দেবেন রেফারিরা।
এর আগে ফুটবলাররা নিজে থেকে বিরতি বা ইফতারের সময় খুঁজে নিতেন, কিন্তু এবার রমজান শুরুর আগেই এফএ’র বিশেষ চার্টারে সবগুলো ক্লাব সম্মত হয়েছে। এর ফলে রোজা রাখবেন যেসব মুসলিম ফুটবলার ইফতারের সময় তাদের আনুষ্ঠানিকভাবে বিরতি দেয়া হবে।
২০২১ সালে ‘মুসলিম অ্যাথলিট চার্টার’ নামে একটি সনদে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছিল কয়েকটি ব্রিটিশ ক্লাব। মুসলিম খেলোয়াড়দের জন্যই তৈরি করা হয়েছিল সনদটি।
এবার এফএ’র নতুন নির্দেশনায় বলা হয়েছে, চলতি ২০২৩ সালের রমজান থেকে সনদটি দেশের সব ফুটবল ম্যাচের জন্য প্রযোজ্য হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech