মনজু বিজয় চৌধুরী ॥ মৌলভীবাজারে একাটুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাভলী রানী দাশ এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয় প্রঙ্গণ এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
একাটুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জুই রায় এর সঞ্চালনায় ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম মুজিব এর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আবু সুফিয়ান, চেয়ারম্যান, ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদ , বিশেষ অতিথি ছিলেন আরতি ব্যানার্জী,সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মৌলভীবাজার, বিশেষ অতিথি, মনিরুল ইসলাম ইমন ইউপি সদস্য , বিশেষ অতিথি, লেবু মিয়া, মশাহিদ মিয়া, শামীম তরফদার একাটুনা বাজার কমিটির সাধারণ সম্পাদক।
এছাড়াও উপস্থিত ছিলেন একাটুনা ইউনিয়নের বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবক সহ শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান বিদায়ী শিক্ষিকা লাভলী রানী দাশ শিক্ষকতা পেশায় বিভিন্ন অর্জনের ও সঠিক নিয়মে বিদ্যালয় পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরে তার ভূয়সি প্রশংসা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আরতি ব্যানার্জী শিক্ষকদের লাভলী রানী দাশের পথ অনুসরণ করতে আহ্বান জানান।
বিদায়ী প্রধান শিক্ষিকা লাভলী রানী দাশ বক্তব্য দিতে গিয়ে সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ২২ বছরের কর্মজীবনের নানা স্মৃতির কথা তুলে ধরে কান্নায় ভেঙ্গে পরেন।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *