ডায়াল সিলেট ডেস্ক ॥ কুলাউড়ায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে গণহত্যা দিবস উপলক্ষ্যে এক স্মৃতিচারণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে সভায় ২৫ মার্চের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, থানার ওসি মো. আব্দুছ ছালেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ডা. সুলতান আহমদ প্রমুখ।
সভায় বক্তারা ২৫ মার্চের ভয়াল রাতে পাকিস্তানি সামারিক বাহিনীর অতর্কিত হামলায় নিহতদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে বলেন, সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের কৃষক-জনতা, ছাত্রসহ সবাই মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল বলে এদেশ স্বাধীন হয়েছে। তাই জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *