মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান’কে জেলা ইমাম সমিতির বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান’কে জেলা ইমাম সমিতির বিদায়ী সংবর্ধনা

ডায়াল সিলেট ডেস্ক ॥ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলার উদ্যোগে বিদায়ী জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৭ মার্চ বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলার আহবায়ক অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ শামছুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা জিয়া উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার উপপরিচালক আনওয়ারুল কাদির, জেলা কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা মকবুল হোসেন খান।

এসময় বিদায় সংবর্ধনায় ইমাম সমিতির অন্যান্য সদস্যরা বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে জেলা ইমাম সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ শামছুল ইসলামের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

0Shares