ডায়াল সিলেট ডেস্ক :: করোনা চিকিৎসায় প্রতারণা মামলায় গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে সিলেটের জৈন্তাপুরের পাথর ব্যবসায়ী মাওলা স্টোন ক্রাশার মিলের স্বত্বাধিকারী শামসুল মাওলার দায়ের করা চারটি মামলায় খালাস পেয়েছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম। সোমবার (২৭ মার্চ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত থেকে তিনি খালাস পান।

আদালত সূত্রে জানা যায়, শাহেদ করিম রিজেন্ট হাসপাতালের মামলায় জেলে থাকা অবস্থায় সিলেটের ব্যবসায়ী তার ব্যবসায়িক পাওনার বিপরীতে শাহেদ করিমের বিরুদ্ধে ৩টি চেকের মামলা ও ১টি প্রতারণার মামলা অর্থাৎ মোট ৪টি মামলা দায়ের করেন। শাহেদ করিম উক্ত সকল মামলাতেই তার নিযুক্তীয় আইনজীবী মোঃ অহিদুর রহমান চৌধুরীর মাধ্যমে জামিন লাভ করেন এবং পরবর্তীতে বাদী শামসুল মাওলা ও তার আইনজীবীর সাথে নিযুক্তীয় আইনজীবী মাধ্যমে আলোচনাক্রমে ৪টি মামলাই আপোষনামার মাধ্যমে নিষ্পত্তি করেন।

 

উক্ত আপোষনামা অনুযায়ী বাদী শামসুল মাওলাকে আসামী শাহেদ করিম মোট ২২লক্ষ টাকা নিযুক্তীয় আইনজীবী মাধ্যমে পরিশোধ করেন যার ফলশ্রুতিতে বাদী শামসুল মাওলা সোমবার আদালতে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলাটি বিচার বিনা প্রত্যাহারের দরখাস্ত দিলে আদালত তদপ্রেক্ষিতে শামসুল মাওলার জবানবন্দী গ্রহণক্রমে আসামী শাহেদ করিমকে খালাস প্রদান করেন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *