প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩
ডায়ালসিলেট ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে দক্ষিণ চাটেরা নামে এলাকায় মসজিদের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত ব্যাক্তি জলিল মিয়া (৬০) এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।
উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিন চাটেরা গ্রামের নতুন মসজিদ এলাকায় শুক্রবার সন্ধ্যা নামাজ শেষে রাস্তায় ঘটনাটি ঘটে।
আহত ব্যাক্তিরা হলেন জলিল মিয়ার ছেলে আব্দুল কাদির রনি (২৬), সাহিদ (২৪), জলিল মিয়ার আত্মীয় আলীপুর গ্রামের তাহির আলীর ছেলে সাহেদ আহমদ (১৮), অপর পক্ষে ছিনু মিয়ার ছেলে তারেকুল ইসলাম (৩৫), মজহর আলীর ছেলে ইয়াছিন (৪৫), ইয়াছিনের ছেলে সৌরভ আহমেদ (১০)। বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ চাটেরা এলাকায় নতুন মসজিদের টাকা নিয়ে শুক্রবার জুমার নামাজের সময় একই গ্রামের ইয়াছিন মিয়া ও তারা মিয়ার সাথে কথা কাটাকাটি হয় জলিল মিয়ার। মাগরিবের নামাজের পর ইয়াছিন মিয়া ও তারা মিয়ার নেতৃত্বে কয়েকজন জলিল মিয়ার বাড়িতে হামলা করেন। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জলিল মিয়া নিহত হন। এ ঘটনায় তার ছেলে কাদির মিয়া গুরুতর আহত হয়েছেন। এছাড়া উভয় পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, ‘জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে ৪-৫ বছর আগে মসজিদটি স্থাপন করা হয়। মৃত মজহর আলীর মেয়ে যুক্তরাজ্য প্রবাসী জোসনা বেগম মসজিদের নামে ভূমি দান করেন। জোসনা বেগমরা ৮ বোন। তাদের কোন ভাই না থাকায় মামাতো ভাই জলিল মিয়া তাদের সম্পদ দেখাশোনা করেন। ।
‘জোসনা বেগমের চাচাতো বোনের ছেলে তারা মিয়া মসজিদের ক্যাশিয়ার। অনেকদিন থেকে মজহর আলীর জমি নিয়ে জলিল মিয়া ও তারা মিয়ার মধ্যে দন্ধ ছিল । কিছু দিন পূর্বে উপজেলা চেয়ারম্যান মসজিদে বিশ হাজার টাকা অনুদান দিয়েছিলেন। শুক্রবার (১৪ এপ্রিল) জুমার সময় জলিল মিয়া টাকার হিসাব চান। পরবর্তী কথা-কাটাকাটি বিষয়ের যেরে
সন্ধ্যায় ইফতার পরে মাগরিবের নামাজ মসজিদে পড়ে নিজ বাড়িতে যাওয়ার পথে তারা মিয়া ও ইয়াছিনের নেতৃত্বে ১৫-২০ জন লোক জলিল মিয়ার ওপর হামলা চালায়। জলিল মিয়া প্রাণ রক্ষার্থে দৌড়ে বাড়িতে যেতে চাইলে বাড়ির উঠানে গিয়ে হামলাকারীরা লাঠি দিয়ে পেটাতে থাকে।
জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অসিত দেবনাথ বলেন, ‘নিহতের মাথায় গুরুতর জখম রয়েছে। হাসপাতালে ৭ জন চিকিৎসা নিয়েছেন।তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
জুড়ী থানার (ওসি) মোশাররফ হোসেন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। অন্যদিকে পুলিশ হেফাজতে ইয়াছিন মিয়া ও তার ছেলে কামরুলকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech