মৌলভীবাজার ৩ টি প্রতিষ্ঠানকে ১৭০০০ টাকা জরিমানা

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩

মৌলভীবাজার ৩ টি প্রতিষ্ঠানকে ১৭০০০ টাকা জরিমানা
ডায়ালসিলেট ডেস্ক: মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল কর্তৃক মৌলভীবাজার সদর উপজেলার কোর্ট বাজার, চৌমুহনা,পশ্চিম বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এ সময় মৌসুমী ফলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করা হয়। ১৬ এপ্রিল অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রয়সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ১৭০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। জনস্বার্থে ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি ও অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।
জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
0Shares