মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোটারী ক্লাবের উদ্যোগে দুইশতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে শহরের কলেজ রোডস্থ রোটারী ক্লাব মিলনায়তনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব শ্রীমঙ্গল এর প্রেসিডেন্ট লিটন পাল, সেক্রেটারী মশিউর রহমান রিপন, ভাইস প্রেসিডেন্ট শাহ আরিফ আলী নাসিম, রোটারিয়ান পিপি ডা: হরিপদ রায়, রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান পিপি সাজ্জাদুর রহমান চৌধুরী, রোটারিয়ান অধ্যাপক অবিনাশ আচার্য্য, রোটারিয়ান পিপি জামাল উদ্দিন আহমদ, রোটারিয়ান বাচ্চু মিয়া ও রোটারিয়ান পিপি মনোয়ার হোসেন মিলনসহ অনান্য সদস্যরা। রোটারী ক্লাব অব শ্রীমঙ্গল এর সেক্রেটারী মশিউর রহমান রিপন বলেন, প্রতি প্যাকেটে তেল, ডাল, চিনি, ময়দা, সেমাইসহ বিভিন্ন প্রকারের ঈদ সামগ্রীর সমন্বয়ে দুই শতাধিক মানুষের মধ্যে তা বিতরণ করা হয়। তিনি বলেন, রোটারী ক্লাব অব শ্রীমঙ্গলে উদ্যোগে বিভিন্ন সময় দূর্যোগে খাদ্যা সামগ্রী বিতরণ, শীত বস্ত্র বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, রক্তদান কর্মসূচী, আই ক্যাম্পসহ বিভিন্ন বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। সুমন বৈদ্য শ্রীমঙ্গল
মৌলভীবাজারের রোটারী ক্লাবের উদ্যোগে দুইশতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ

Bydialsylhet
এপ্রি ১৭, ২০২৩
