তীব্র গরম এবং রমজানের কারণে তরমুজের ৩শ’ টাকা থেকে ৫শ’ টাকা দরে বিক্রি হচ্ছে

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

তীব্র গরম এবং রমজানের কারণে তরমুজের ৩শ’ টাকা থেকে ৫শ’ টাকা দরে বিক্রি হচ্ছে

মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত এক সপ্তাহে প্রচণ্ড রোদ ও গরমে রোজার শুরু থেকে আসা রসালো ফল তরমুজে বাজারের গলিগুলো ছিল ভরপুর। সাম্প্রতিক সময়ে তীব্র গরম এবং রমজানের কারণে তৃষ্ণা মেটানোর জন্য এই মৌসুমী ফল তরমুজের চাহিদা বেড়েছে ব্যাপক। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে দাম।
শ্রীমঙ্গলের হাট-বাজারগুলোতে তরমুজ বিক্রি শুরু হয়েছে আরও আগ থেকেই রোজার শুরু থেকেই। দামও ছিল ক্রেতার লাগালে। বর্তমানে আমদানি পর্যাপ্ত পরিমাণে থাকার পরও দাম লাগামহীন। গরমের মৌসুমে ইফতারিতে রোজাদাররা পিপাসা মেটাতেও সুস্বাদু এই ফল কেনার চেষ্টা করলেও চড়া দামের কারনে অনেকেই কিনতে পারছেন না বলে জানান ক্রেতারা।
শ্রীমঙ্গল শহরের বিভিন্ন ফলের দোকান এবং বাজারের গলিগুলো ঘুরে দেখা গেছে, তরমুজের লাগামহীন দাম। আকার ভেদে প্রতিটি তরমুজ ৩শ’ টাকা থেকে ৫শ’ টাকা দরে বিক্রি হচ্ছে।
সিলেটের সব জেলাতে তরমুজ খুব একটা চাষ না হলেও সুনামগঞ্জে হচ্ছে এই ফলের ব্যাপক চাষ। শ্রীমঙ্গলে এই ফলের চাহিদা মেটাতে পাইকাররা উত্তরবঙ্গের কিছু জেলা,সেন্টমার্টিনসহ ও বরিশাল থেকে তরমুজ সংগ্রহ করে এনেছেন বলে ব্যবসায়ীরা জানান। দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন,আগাম ফলন ও পরিবহন খরচ বেশী হওয়ায় তরমুজের দাম এখন বেশী। তবে পুরো মৌসুমে এ ফলের দাম ক্রেতাদের নাগালে এসে যাবে।
মঙ্গলবার ১৮ এপ্রিল দুপুরে তরমুজ কেনার সময় সরকারি এক কর্মকর্তা বলেন,গরমের তীব্রতার জন্য গ্রীষ্মের এই ফলটি তিনি কেনেন পরিবারের জন্য। ফলের তালিকার মধ্যে পছন্দের শীর্ষে রয়েছে তরমুজ। কিন্তু দাম বেশি হওয়ায় পর্যাপ্ত পরিমাণে কেনা যাচ্ছে না। বিক্রেতারা আকাশ ছোঁয়া দাম হাঁকছেন। ফলে সুস্বাদু ফলটির স্বাদ নিতে অনেকেই কেনার চেষ্টা করছেন,কিন্তু দাম বেশি হওয়ায় না কিনেই ফিরে যাচ্ছেন বেশির ভাগ ক্রেতা। ক্রেতাদের দাবী যথাযথ ভাবে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মত দাম বাড়াচ্ছেন। প্রশাসনসহ ভ্রাম্যমান আদালতে মাধ্যমে এইসব বাজার মনিটরিং এর ব্যবস্থার দাবি তুলে ধরেন।

0Shares