ডায়ালসিলেট ডেস্ক:  হাকালুকি হাওরে কৃষকদের উৎসাহ দিতে বোরো ধান কর্তন উৎসবের আয়োজন করেছে বড়লেখা উপজেলা কৃষি বিভাগ। কৃষকের ধান কাটার এ উৎসবে শামিল হয়েছেন জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক নেতারা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ২২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টানা ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে বোরো চাষীরা তাদের আধাপাকা বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কায় ছিলেন। পরে প্রকৃতি অনুকুল হয়ে উঠে এবং বৃষ্টি থামায় কৃষকরা তাদের কষ্টের ধন পাকা ধান ঘরে তোলার স্বপ্ন দেখেন।
সোমবার বিকেলে হাকালুকি হাওরের বড়লেখার তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় কৃষক শ্রীবাস দাসের জমিতে ধান কাটা উৎসবের মাধ্যমে হাকালুকির বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উপ সহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
উদ্বোধন শেষে কৃষকের সঙ্গে ধান কাটেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, কৃষক শ্রীবাস দাস প্রমুখ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বড়লেখায় এ মৌসুমে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৪৩ হেক্টর। কিন্তু এবার বোরো ধানের চাষ হয়েছে ৫ হাজার ৩৭৩ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৩৩ হেক্টর বেশি। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৪ হাজার ৯২৪ মেট্রিক টন।
বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, ‘হাওরের নিম্নাঞ্চলে ধান কাটা শুরু হয়েছে। ফলনও ভালো হয়েছে। কৃষকদের উৎসাহ দিতে আমরা হাকালুকি হাওর এলাকায় ধান কাটা উৎসব করেছি। কৃষকের সাথে জমিতে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, রাজনীতিকেরা ধান কেটেছেন। এতে কৃষকেরা খুশি। এবার ধানের উৎপাদন লক্ষ্যমাত্র ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন। আশা করা যাচ্ছে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *