প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৩
বিনোদন ডেস্ক :: ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। অন্ধকার সরিয়ে আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে ঈদ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ব্যতিক্রমী এবং বিশেষ অনুষ্ঠান উপহার দেয়ার মাধ্যমে সেই আনন্দেরও ভাগিদার বিটিভিসহ দেশের স্যাটেলাইট চ্যানেলগুলো। সেই আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন টিভি চ্যানেল তাদের ঈদ অনুষ্ঠানমালা সাজায়। চ্যানেলগুলো ঈদ অনুষ্ঠান আয়োজন নিয়ে এই প্রতিবেদন।
বিটিভি : ঈদের আগের দিন রাত ৯-৩০মিনিটে দ্বৈত সঙ্গীতানুষ্ঠান ‘যুগল বন্দি’, রাত ১০-২৫ মিনিটে ব্যান্ড শো, ঈদের দিন সকাল ১১-২০ মিনিটে শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’, দুপুর ১-১০ মিনিটে রম্য বিতর্ক ‘কেমন শ্বশুর চাই’ বেলা ২-৩০মিনিটে চলচ্চিত্র ‘তুমি আমার মনের মানুষ’, সন্ধ্যা ৬-২০মিনিটে ‘ঈদ আড্ডা’, রাত ৮-৩০ মিনিটে নাটক ‘পান্তা ভাতে ঘি’, রাত ৯-৩০ মিনিটে ‘ছায়াছন্দ’, রাত ১০-২০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯-৩০মিনিটে চিরকুট ব্যান্ডের গান, সকাল ১১টায় শিল্পী মমতাজের গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান, ১১-৩০ মিনিটে ‘ছায়াছন্দ’, বেলা ১২-২০মিনিটে নৃত্যানুষ্ঠান ‘নৃত্যের তালে তালে’, বেলা ২-৩০ মিনিটে চলচ্চিত্র ‘বাঁদী থেকে বেগম’, সন্ধ্যা ৬-২০ মিনিটে ‘ঈদ আড্ডা’, ৮-৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় বিশেষ অনুষ্ঠান ‘বাংলাদেশের হূদয় হতে’, বেলা ১-১০মিনিটে জলের গান, বেলা ২-৩০ মিনিটে চলচ্চিত্র ‘সাথী তুমি কার’, বেলা ৫-২৫ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘সম্পর্ক’, সন্ধ্যা ৬-২০মিনিটে রাজনীতিবিদদের নিয়ে বিশেষ আড্ডা অনুষ্ঠান, সন্ধ্যা ৭টায় রিয়েলিটি শো ‘রঙ্গ ক্লাব’, রাত ৮-৩০ মিনিটে নাটক ‘অলীক বিভ্রম’, রাত ৯-৩০মিনিটে ‘ছায়াছন্দ’।
এটিএন বাংলা : ঈদের আগের দিন রাত ৮টায় নাটক ‘ঈদুল ফেতর’, রাত ৮-৪৫ নাটক ‘লাভ সেমিষ্টার’, ঈদের দিন সকাল ৯টায় একক নাটক ‘ঈদ সেলামি’, সকাল ১০-২০ বাংলা সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ বেলা ২-৫০ বাংলা সিনেমা ‘হিরো দ্যা সুপার স্টার’, সন্ধ্যা ৫-৫০ নাটক ‘বিয়ে বাড়ি’, রাত ৭-৪০ নাটক ‘ঈর্ষা’, রাত ৮-৪৫ নাটক ‘বাড়িঘর আপন পর’, রাত ১১-৩০ টেলিফিল্ম ‘দেয়াল’। ঈদের পরের দিন সকাল ৯টায় একক নাটক ‘স্পাই লাভ’, সকাল ১০-২০ সিনেমা ‘আরো ভালোবাসবো তোমায়’, সন্ধ্যা ৫-৫০ নাটক ‘আই ওয়াশ’ রাত ৭-৪০ নাটক ‘নেভার সিরিয়াস’, রাত ৮-৪৫ নাটক ‘সর্দার সোলায়মান’, রাত ১১-৩০ টেলিফিল্ম ‘জাস্ট মৌমিতা’, ঈদের তৃতীয় দিন, সকাল ৯টায় নাটক ‘কম খরচে ভালোবাসা’, সন্ধ্যা ৫-৫০ নাটক ‘টাকার মেশিন’, রাত ৭-৪০ নাটক ‘এসো হাত বাড়াও’, রাত ৮-৪৫ নাটক ‘সম্পর্ক’, রাত ১১-৩০ টেলিফিল্ম ‘ফরএভার’। ঈদের চতুর্থ দিন সন্ধ্যা ৫-৫০ নাটক ‘নাগিন গার্লফ্রেন্ড’, রাত ৭-৪০ নাটক ‘লাভ ইউ ভাইয়া’, রাত ৮-৪৫ নাটক ‘ধোকা’, রাত ১১-৩০ টেলিফিল্ম ‘বাসরঘর তুমি কার?’ ঈদের পঞ্চম দিন সকাল ৯টায় একক নাটক ‘ঝগড়াটে বউ’, সন্ধ্যা ৫-৫০ নাটক ‘চরিত্রবান স্বামী চাই’, রাত ৭-৪০ নাটক ‘মিশন শ্বশুরবাড়ি’, রাত ৮-৪৫ নাটক ‘সাদা খামের ডাকপিয়ন’ রাত ১১-৩০ টেলিফিল্ম ‘ভাড়াটিয়া গ্যাঞ্জাম’। ঈদের ষষ্ঠ দিন সকাল ৯টায় একক নাটক ‘বিবাহ করিতে ইচ্ছুক’, সন্ধ্যা ৫-৫০ নাটক ‘বয়রা দুলাভাই’, রাত ৭-৪০ নাটক ‘নায়িকা তুমি কার’, রাত ৮-৪৫ নাটক ‘গল্পটা পুরোনো’, রাত ১১-৩০ টেলিফিল্ম ‘সাল্টু মামার বিয়ে’, ঈদের ৭ম দিন সকাল ৯টায় নাটক ‘ঢাকা টু দুবাই’, সন্ধ্যা ৫-৫০ নাটক ‘ঝালমুড়ি’, রাত ৭-৪০নাটক ‘তোমার হতে চাই’, রাত ৮-৪৫ নাটক ‘ভালোবাসার পাটিগণিত’, রাত ১১-৩০ টেলিফিল্ম ‘আমরা বিয়ে করবো না’। ঈদের ৮ম দিন সকাল ৯টায় নাটক ‘হি সি’, সন্ধ্যা ৫-৫০ নাটক ‘টিকটক স্টার’, রাত ৭-৪০ নাটক ‘বিবাহ বিড়ম্বনা’, রাত ৮-৪৫ নাটক ‘কাছের মানুষ’, রাত ১১-৩০ টেলিফিল্ম ‘ছেলেটা ক্র্যাক’, ঈদের ৯ম দিন সকাল ৯টায় নাটক ‘অঘটন’, সন্ধ্যা ৫-৫০ নাটক ‘নোয়াখালীর পোলা’, রাত ৭-৪০ নাটক ‘মনজুড়ে’, রাত ৮-৪৫নাটক ‘ডিটেকটিভ চোর’, রাত ১১-৩০ টেলিফিল্ম ‘ভাই কিন্তু পদ পাইছে’, ঈদের ১০ম দিন সকাল ৯টায় একক নাটক ‘ঘর জামাই এক্সপ্রেস’, সন্ধ্যা ৫-৫০ নাটক ‘উরাধুরা প্রেম’, রাত ৭-৪০ নাটক ‘ডেয়ার ভিলেন’, রাত ৮-৪৫ নাটক ‘ভাইরাল হতে চাই’, রাত ১১-৩০ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘সরি’।
এনটিভি : ঈদের আগের দিন রাত ৯টায় সঙ্গীতানুষ্ঠান ‘চাঁদরাতের চিরকুট’, ঈদের দিন সকাল ৯টায় একক নাটক ‘চাকুর নয় চাকর’, বেলা ২-৩০ টেলিফিল্ম ‘ক্যান্সার পার্টনার’, রাত ৯-৩০ একক নাটক ‘জায়াপতি তেলেসমাতি’, ঈদের দ্বিতীয় দিন রাত ৭-৫৫ একক নাটক ‘ঢোল মজিদ’, রাত ৯-৩০একক নাটক ‘একটি ভীষন একা ছেলে’, ঈদের তৃতীয় দিন বেলা ২-৩০টেলিফিল্ম ‘হাত সাফাই’, রাত ৭-৫৫ একক নাটক ‘রুনু ভাই ০৩’, ঈদের চতুর্থ দিন বেলা ২-৩০ টেলিফিল্ম ‘নিথর কোলাহল’ রাত ৭-৫৫একক নাটক ‘চিৎকার’। ঈদের পঞ্চম দিন সকাল ৯টায় একক নাটক ‘চিৎকার’, বেলা ২-৩০ টেলিফিল্ম ‘দ্য ফার্স্ট কেস’, রাত ৭-৫৫ একক নাটক ‘প্রেমিক লিডার’, ঈদ উল ফিতরের ষষ্ঠ দিন বেলা ২-৩০ টেলিফিল্ম ‘মেয়ে’, রাত ৭-৫৫ একক নাটক ‘গোলমালে চন্ডীপাঠ’, ৯-৩০ একক নাটক ‘কমেডিয়ান’, ঈদের সপ্তম দিন সকাল ১০-০৫ চলচ্চিত্র ‘গলুই’ বেলা ২-৩০ টেলিফিল্ম ‘পাশে থেকো’, রাত ৭-৫৫একক নাটক ‘ফ্যামিলি সার্ভিস’, ৯-৩০ একক নাটক ‘বংশ পরিচয়’
বৈশাখী টেলিভিশন : ঈদের দিন সকাল ৮-১৫ বৈশাখীর সকালের গান গাইবেন কণ্ঠশিল্পী দেবলিনা সুর, ১১-০৫ ‘গানে গানে ঈদ আনন্দ’ গাইবেন কণ্ঠশিল্পী সালমা ও তার দল, বেলা ২-৪০ চলচ্চিত্র ‘আমার প্রাণের স্বামী’, বিকাল ৫-১৫ ম্যাগাজিন অনুষ্ঠান ‘অন্যরকম ঈদ’, ৫-৪৫ ধারাবাহিক নাটক ‘সিঁড়ি’, সন্ধ্যা ৬-২০: ধারাবাহিক নাটক ‘জামাই বাজার-৩’, রাত ৭-৩০ ধারাবাহিক নাটক ‘ডেমকেয়ার’, ৮-১০ একক নাটক ‘হদয় ক্ষরণ’, ৯-২০ ধারাবাহিক নাটক ‘দুই জামাই’। ১০টায় ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’, ১০-৩০ ধারাবাহিক নাটক ‘ভণ্ড প্রেমিক’, ঈদের দ্বিতীয় দিন রাত ১১-৩৫ মেগা নাটক ‘হোটেল ফাইভ স্টার’, ঈদের তৃতীয় দিন সকাল ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’ অংশ নেবেন কণ্ঠশিল্পী লিজা ও তার দল, রাত ১১-৩৫ মেগা নাটক ‘চাল্লু মামার পাল্লু ভাগ্নে’, ঈদের চতুর্থ দিন ৮-১৫ বৈশাখীর সকালের গান গাইবেন কণ্ঠশিল্পী লুইপা, ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’ অংশ নেবেন কণ্ঠশিল্পী রাজীব ও আতিয়া আনিসা, রাত ১১-৩৫ মেগা নাটক ‘রূপকথা’। ঈদের পঞ্চম দিন সকাল ৮-১৫ বৈশাখীর সকালের গান কণ্ঠশিল্পী সাব্বির, ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’ অংশ নেবেন কণ্ঠশিল্পী বাউল শফি মণ্ডল ও জুঁই, রাত১১-৩৫ মেগা নাটক ‘বডিগার্ড’, ঈদের ষষ্ঠ দিন সকাল ৮-১৫ বৈশাখীর সকালের গান কণ্ঠশিল্পী ফেরদৌস আরা, ১০টায় একক নাটক ‘বাই মিসটেক’, ১১টায় গানে গানে ঈদ আনন্দ অংশ নেবেন কণ্ঠশিল্পী আগুন ও অনুপমা মুক্তি, রাত ৮-১০ একক নাটক ‘প্রীতি মাই লাভ’, ১১.৩৫ মেগা নাটক ‘সৌদি জামাই বিদায় রজনী’, ঈদের সপ্তম দিন, সকাল ৮-১৫ বৈশাখীর সকালের গানে গাইবেন কণ্ঠশিল্পী পুতুল, ১১-৩৫ মিনিটে রয়েছে মেগা নাটক ‘বাগান বাড়ি’।
দীপ্ত টিভি : ঈদের প্রথম দিন সকাল ৯টায় চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’, বিকাল ৪টায় অরিজিনাল ফ্ল্যাশ ফিল্ম ‘শহরে অনেক রোদ’, বিকাল ৫-৩০ নৃত্যানুষ্ঠান ‘মেঘ কন্যার দেশে’, সন্ধ্যা ৬টায় একক নাটক ‘সুইট রিভেঞ্জ’, রাত ৮টায় একক নাটক ‘ছোবল’, ১০-০৫ একক নাটক ‘ভালোবাসার মূল্য কত’, ১১-১০ একক নাটক ‘একটাই প্রেম আমার’। ঈদের দ্বিতীয় দিন বেলা ১টায় চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, সন্ধ্যা ৬টায় একক নাটক ‘দ্যা সু বক্স’, রাত ৮টায় একক নাটক ‘ভালোবাসি তোমায়’, রাত ১১-০৫ একক নাটক ‘তোমাকে খুঁজছি’, ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় চলচ্চিত্র কিস্তিমাত’, বেলা ১টা চলচ্চিত্র ‘তালাশ’, বেলা ৪টায় অরিজিনাল ফ্ল্যাশ ফিল্ম ‘পরি’, বেলা ৫-৩০ নৃত্যানুষ্ঠান ‘মেঘ কন্যার দেশে’ সন্ধ্যা ৬টায় একক নাটক ‘ও আমার বোন না’, রাত ৮টায় একক নাটক ‘বাপ দ্যা বস’, রাত ১০-০৫ একক নাটক ‘জাদুকর মোতালেব’, রাত ১১-০৫ একক নাটক ‘প্রিয় পরিবার’। ঈদের চতুর্থ দিন সকাল ৯টায় চলচ্চিত্র ‘বীর’, বেলা ৪টায় ফিচার ফিল্ম ‘আইকন ম্যান’, সন্ধ্যা ৬টায় একক নাটক ‘পেটুক’, রাত ৮টায় একক নাটক ‘রাত জাগা শহর’, রাত ১০-০৫ একক নাটক ‘ময়ুরপুচ্ছ কাক’, রাত ১১-১০ একক নাটক ‘চুরি করা ভালোবাসা’, ঈদের পঞ্চম দিন সকাল ৯টায় চলচ্চিত্র ‘তারকাঁটা’, বেলা ১টায় চলচ্চিত্র ‘রাত জাগা ফুল’, বিকেল ৪টায় ফিচার ফিল্ম ‘সাহসিকা’, সন্ধ্যা ৬টায় একক নাটক ‘বাকবাকুম’, রাত ৮টায় একক নাটক ‘ডেলিভারি গার্ল’, রাত ১০-০৫ একক নাটক ‘হঠাৎ শ্রাবণ’, রাত ১১-০৫ একক নাটক ‘ভিকি এবং নীলা’। ঈদের ষষ্ঠ দিন সকাল ৯টায় বাংলা সিনেমা ‘হালদা’, বেলা ১টায় চলচ্চিত্র ‘নোনা জলের কাব্য’, বিকেল ৪টায় ফিচার ফিল্ম ‘সাহসিকা-২’, সন্ধ্যা ৬টায় একক নাটক ‘অবসর’, রাত ৮টায় একক নাটক ‘শেষটাতেও তুমি ছিলে’, রাত ১০টায় একক নাটক ‘বিভ্রম’, রাত ১১-০৫ একক নাটক ‘পেইন কিলার’, ঈদের সপ্তম দিন সকাল ৯টায় চলচ্চিত্র ‘গহীন বালুচর’, বেলা ১টায় চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’, বিকেল ৪টায় ফিচার ফিল্ম ‘এখানে দুজনে’, সন্ধ্যা ৬টায় একক নাটক ‘অতিরিক্ত’, রাত ৮টায় একক নাটক ‘বোতল বন্দি ভূত’, রাত ১০-০৫ একক নাটক ‘পরকীয়া’, রাত ১১-০৫ একক নাটক ‘পলিটিক্যাল প্রেম’।
চ্যানেল আই: চ্যানেল আই ৮ দিনব্যাপি অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭ নতুন চলচ্চিত্র, ১৩ নতুন টেলিফিল্ম, ১৫ নতুন নাটক, শাইখ সিরাজের ‘কৃষকের ঈদ আনন্দ’, পূরবী ঈদ আনন্দ, ফরিদুর রেজা সাগরের ৮ পর্বের ধারাবাহিক ‘পাবনার ভাবনা’ ইত্যাদি অনুষ্ঠান। ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০-১৫ । এছাড়াও ঈদের দ্বিতীয় দিন থেকে প্রতিদিন সকাল ৮-৪০ প্রচার তৃতীয় মাত্রা, একক সঙ্গীতানুষ্ঠান, প্রতিদিন সকালে গান দিয়ে শুরু, তারকাকথনের ঈদ স্পেশাল পর্বসহ আরো নানা রঙের অনুষ্ঠান। থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭ নতুন চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০-১৫ মিনিটে। এ ধারাবাহিকতায় ঈদের দিন থাকছে চলচ্চিত্র ‘পায়ের ছাপ’ সকাল ১০-১৫। ঈদের দ্বিতীয় দিন চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০-১৫ মিনিটে। ঈদের তৃতীয় দিন সকাল ১০-১৫ মিনিটে চলচ্চিত্র ‘মেঘ রোদ্দুর খেলা’। ঈদের চতুর্থ দিন চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শুন্যে উড়া’। ঈদের পঞ্চম দিন চলচ্চিত্র ‘বসন্ত বিকেল’, ঈদের ষষ্ঠ দিন চলচ্চিত্র ‘ মায়া দ্যা লষ্ট মাদার’। সপ্তম দিন চলচ্চিত্র ‘ভাইয়ারে’। ঈদের দিন বেলা ২-৩০ ‘সাহারা মরুভূমি’, বেলা ৪-৩০ টেলিফিল্ম ‘উপেক্ষিত’, ঈদের দ্বিতীয় দিন বেলা ২-৩০ টেলিফিল্ম ‘আপসহীনা’। ঈদের তৃতীয় দিন টেলিফিল্ম ‘দস্যু বনহুর’, ৪-৩০ মিনিটে টেলিফিল্ম ‘উই আর সিক’, ঈদের চতুর্থ দিন বেলা ২-৩০ টেলিফিল্ম ‘মহাকালের ঠিক মাঝখানে’, ৪-৩০ মিনিটে টেলিফিল্ম ‘ভাই এখন হিসাব করে চলে’, ঈদের পঞ্চম দিন বেলা ২-৩৫ মিনেটে টেলিফিল্ম ‘একশো এক টাকা’ এবং বেলা ৪-৩০ মিনিটে টেলিফিল্ম ‘আজ আমাদের ছুটি’। ঈদের ষষ্ঠ দিন বেলা ২-৩০মিনিটে টেলিফিল্ম ‘দই ফুচকা’ এবং ৪-৩০ মিনিটে টেলিফিল্ম ‘সম্পর্কের আবর্তে’, ঈদের সপ্তম দিন বেলা ২-৩০ মিনিটে টেলিফিল্ম ‘লাভ গিফট’ এবং ৪-৩০ মিনিটে টেলিফিল্ম ‘এসো শ্যামল সুন্দর’। এছাড়া ৭দিনব্যাপী প্রচার হবে সেরা রচয়িতা, নির্মাতা, শিল্পীদের অভিনয় সমৃদ্ধ নতুন ১৫ নাটক।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech