প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :: কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন। নোটিশ পাওয়ার পর নয়াদিল্লীতে তাঁর সরকারি বাসভবন খালি করার পর সাংবাদিকদের মুখোমুখী হন রাহুল। এ সময় তিনি বলেন, সত্য কথা বলার জন্য যে কোনো মূল্য দিতে তিনি সব সময় প্রস্তুত ছিলেন।
রাহুল গান্ধী (৫২) ২০০৫ সাল থেকে নয়াদিল্লীতে ১২ তুঘলক লেনের একটি সরকারি বাংলোতে বসবাস করছিলেন। মোদির বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে গুজরাত রাজ্যের সুরাটের একটি আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের কারাদণ্ড দেয়। এরপরই গত মাসে সংসদের নিম্নকক্ষ থেকে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়।
২০০৯ সালে একটি নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মোদি পদবিধারীদের নিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন রাহুল। সেই বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে গুজরাতে মামলা করেন এক বিজেপি কর্মী।
রাহুল গান্ধী গুজরাত রাজ্যের ওই আদালতে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছিলেন। কিন্তু শুক্রবার উচ্চ আদালত আপিল খারিজ করে দেন। আপিলে রাহুল উল্লেখ করেছিলেন, তাঁর বক্তব্যকে জোর করে প্রধানমন্ত্রী মোদির ওপর আক্রমণ বলে চালিয়ে দিয়ে তাঁকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ক্ষমতাসীন বিজেপি।
এখন লোকসভা সদস্যপদ বজায় রাখার জন্য সুরাট আদালতের আদেশের বিরুদ্ধে গুজরাত হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে রাহুলকে আপিল করতে হবে।
শনিবার রাহুল বাংলোর বাইরে সাংবাদিকদের বলেন, ‘হিন্দুস্তানের মানুষ আমাকে এই বাড়িটি ১৯ বছর ধরে দিয়েছে, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। এটা সত্য কথা বলার মূল্য। আমি সত্য বলার জন্য যেকোন মূল্য দিতে প্রস্তুত…।’
রাহুল জানিয়েছেন, তাঁর জিনিসপত্র তাঁর মা সোনিয়া গান্ধীর বাসভবন ১০ নম্বর জনপথে স্থানান্তর করা হচ্ছে। সেখানেই আপাতত থাকবেন। বোন ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে আজ সকালে বাংলোর জিনিসপত্র সরাতে রাহুলকে সহায়তা করতে দেখা যায়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech