মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার পৌরসভার পৌর শহরের শ্যামলী এলাকার অগ্নিকান্ডে বসতঘর পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২৫ মার্চ বিকালে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পৌর মেয়র মোঃ ফজলুর রহমান এ খাদ্য সামগ্রী প্রদান করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলরর এড.পার্থ সারথি পাল, মোহাম্মদ নাহিদ হোসেন,সৈয়দ সেলীম হক,একাটুনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সৈয়দ রুমেন আলী প্রমুখ।
এসময় প্রতিটি পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ২০ কেজি চাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ও খাবার লবন দেয়া হয়।
অপরদিকে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান নিজে থেকে মৌলভীবাজার শহরের স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান বিলাস ডিপার্টমেন্টাল সত্তাধিকারী সুমন আহমদ এর পক্ষ থেকে ৪টি পরিবারকে নগদ ৫০০০ টাকা করে দেওয়া হয়।
বিলাস ডিপার্টমেন্টাল স্টোর এর মালিকের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৫০০০ হাজার টাকা করে দেওয়া হয়।
গতকাল সোমবার ২৪ এপ্রিল দুপুরে শহরের শ্যামলী এলাকার আগুনে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে নগদ বিশ হাজার টাকা তুলে দেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
বিতরণ শেষে পৌর মেয়র মোঃ ফজলুর বলেন, ‘আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় দুঃখী মানুষের পাশে দাঁড়ায় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুঃখী মানুষ নিয়ে ভাবতেন। তাদের স্বপ্ন পূরণ ছিলো তার একমাত্র উদ্দেশ্য। সে হিসেবে আমরাও সবসময় চেষ্টা করি দুঃখী মানুষের পাশে দাঁড়াতে। তার অংশ হিসেবে আজকে আমি এখানে এসেছি। ক্ষতিগ্রস্তদের অবস্থা দেখে মনে হয়েছে আগুনে তাদের সর্বশান্ত করে দিয়ে গেছে। আমরা যে যার স্থান থেকে তাদের পাশে দাঁড়াবো এবং ভবিষ্যতেও সহযোগিতা করবো। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নেন এবং তাদেরকে সাথে নিয়ে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন।
উল্লেখ্য রোববার রাত ৮ টার দিকে শহরের শ্যামলী এলাকায় আগুনে লেগে চারটি বসতঘর ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনে। ৪টি পরিবার ভাড়া নিয়ে বসবাস করতেন ওই বসতঘরে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *