মনজু বিজয় চৌধুরী॥ ভিকটিম আখি আক্তার (১২) কুলাউড়া থানাধীন গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৭ম শ্রেনীতে পড়ালেখা করে। ভিকটিমের মাতা আয়েশা বেগম সৌদি আরব প্রবাসে থাকেন। বিগত দেড় মাস পূর্বে আয়েশা বেগম প্রবাসে যান। ভিকটিমের মাতা প্রবাসে যাওয়ার পর হইতে ভিকটিমের পিতা আফতাব আলী @ চিনু মিয়া (৫০), পিতা-কাছিম আলী, সাং-গিয়াসনগর, ০৪নং জয়চন্ডি ইউপি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার তার ০২(দুই) মেয়ে ও ০১(এক) ছেলে সন্তানকে নিয়া বাড়ীতে থাকেন। ঘটনার তারিখ ২২/০৪/২০২৩ খ্রিঃ রাত অনুমান ০০.৩০ ঘটিকায় ভিকটিম আখি আক্তার রাতের খাওয়া দাওয়া শেষ করিয়া তার পিতা আসামী আফতাব আলী @ চিনু মিয়ার সহিত বসত ঘরের পশ্চিম পাশের শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে ঘটনার ২২/০৪/২০২৩ খ্রিঃ রাত অনুমান ০১.৩০ ঘটিকায় ভিকটিম ঘুমিয়ে থাকাবস্থায় পাষণ্ড পিতা আসামী আফতাব আলী @ চিনু মিয়া তার মেয়ে আখি আক্তারের মুখে চাপ দিয়া ধরিয়া ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ২৪/০৪/২০২৩ খ্রিঃ তারিখে ভিকটিম লস্করপুর সাকিনস্থ তার নানার বাড়ীতে যাইয়া ঘটনার বিষয়ে জানাইলে অদ্য ২৫/০৪/২০২৩ খ্রিঃ তারিখ ভিকটিমের নানী মোছাঃ রেজিয়া বেগম থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তীর সাথে সাথে আমরা অভিযান পরিচালনা করিয়া ধর্ষক আফতাব আলী @ চিনু মিয়া‘কে গিয়াসনগর সাকিন হইতে গ্রেফতার করা হয়। ঘটনার বিষয়ে কুলাউড়া থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হইয়াছে।
ঘটনার বিষয়ে কুলাউড়া থানার মামলা নং-২৭, তারিখ: ২৫/০৪/২০২৩ খ্রিঃ, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৯(১) রুজু করা হইয়াছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *