জুড়ী প্রতিনিধি :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘বাংলাদেশ এখন গরিব, ভিক্ষুক বা মিসকিনের দেশ নয়।’

 

মঙ্গলবার দুপুরে নিজের নির্বাচনী এলাকা মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

 

দুপুরের দিকে জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন চন্দ্র দে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।

 

পরিবেশমন্ত্রী বলেন, ‘আগে বয়স্ক ও বিধবা ভাতা দিতে গিয়ে দেখতাম, মানুষ ছেঁড়া জামা–স্যান্ডেল পরে এসেছে। এখন সে অবস্থা নেই। হতদরিদ্ররাও এখন ভালো আছেন। বাংলাদেশ এখন গরিবের দেশ, ভিক্ষুকের দেশ, মিসকিনের দেশ নয়। জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলেছে। সরকার শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটে, তুরস্কের ভূমিকম্পে নানাভাবে সহযোগিতা করেছে।’

 

পরিবেশমন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে তরুণদের অনেকে লন্ডন, ইতালি ও ফ্রান্স চলে যাচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে যেতে গিয়ে অনেকে প্রাণও হারাচ্ছেন। আমরা ইউরোপের মতো দেশ গড়তে চাই। মৌলভীবাজারের শেরপুরে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। সেখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। তরুণদের আর বিদেশে যেতে হবে না, দেশেই কাজ মিলবে।’

 

সম্প্রতি ঢাকার বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘ষড়যন্ত্র’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। তারা দেশের উন্নয়ন, অগ্রযাত্রা ব্যাহত করতে চায়।’

 

অনুষ্ঠানে মন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার ৬ ইউনিয়নের মোট ৬১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ২ লাখ ৬৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন। অনুদানপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও মৎস্যজীবী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীও ছিলেন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *