শপথ নিলেন ফেঞ্চুগঞ্জের পাঁচজন চেয়ারম্যান

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩

শপথ নিলেন ফেঞ্চুগঞ্জের পাঁচজন চেয়ারম্যান

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

 

বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ী চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মজিবর রহমান। আগামী পাঁচ বছর মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন তারা।

 

শপথ গ্রহণ করা চেয়ারম্যানরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন, উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহিন, মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপু ও ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।

 

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মজিবর রহমান নির্বাচিত চেয়ারম্যানগণকে স্ব-স্ব ইউনিয়নে সরকারের চলমান কাজগুলো সততার সঙ্গে সম্পন্ন করাসহ নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান। পরে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ