প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে সিলেটের প্রথম সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বর্ডার হাট। আগামী ৬ মে ভোলাগঞ্জ বর্ডার হাট উদ্বোধনের মাধ্যমে খুলবে দুই দেশের সম্প্রীতির নতুন দুয়ার।
বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এই বর্ডার হাট চালু করতে বৃহস্পতিবার বিকেলে দু’দেশের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। ভোলাগঞ্জ বর্ডার হাটে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমরুল হাসান।
বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ২ দিন শনিবার ও বুধবার বসবে বর্ডার হাট। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হাটটি খোলা থাকবে। হাটে প্রবেশ করতে সরকারকে দিতে হবে ফি। হাটের ব্যবসায়ীদের জন্য প্রবেশ ফি নির্ধারণ হয়েছে ৭০ টাকা ও ক্রেতাদের জন্য ৩০ টাকা।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ভারতীয় অংশে শ্রীমতি হেমা নায়াক (আইএএস) এসডিও, সোরা সিভিল সাব ডিভিশন, ইস্ট খাসিহিলস ডিস্ট্রিক্ট এর নেতৃত্বে, পুলিশ, বিএসএফ, কাস্টমসসহ সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের প্রতিনিধি ও বাংলাদেশের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র এএসপি প্রভাস কুমার সিং, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত প্রশাসক জয়নাল আবেদিন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, ৩নং ওয়ার্ড মেম্বার মেহেদী হাসান ডালিম, ৭নং ওয়ার্ড মেম্বার লিটন মিয়া প্রমুখ।
এর আগে বেশ কয়েকবার দুই দেশের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হলেও উদ্বোধনের তারিখ চূড়ান্ত হয়নি। তবে এবার চূড়ান্ত রূপ পাচ্ছে ভোলাগঞ্জ বর্ডার হাট।
প্রসঙ্গত, মেঘালয়ের গাঁ ঘেঁষা ভারতের সেভেন সিস্টারের সাথে এপারের সিলেটের বানিজ্যিক লেনদেনের ইতিহাস দীর্ঘদিনের। এমন বাস্তবতায় দুই দেশের বানিজ্যিক সম্পর্ক বাড়াতে সিলেটে সীমান্ত হাট স্থাপনের বিষয়ে ২০১৭ সালের এপ্রিলে ভারত-বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঐ বছর নভেম্বরে প্রথমে ভোলাগঞ্জে দুই দেশের সমপরিমাণ ১ একর ৫০ শতক জায়গাজুড়ে সীমান্ত হাট স্থাপনের অবকাঠামো নির্মাণ শুরু করে ভারত।
স্থানীয় বাসিন্দারা বলছেন, হাটটি দ্রুত চালু হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি উপকৃত হবেন দুই দেশের মানুষ। পাশাপাশি চোরাচালানিও অনেকটা কমে আসবে বলে মন্তব্য তাদের।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech