কমলগঞ্জ প্রতিনিধি :: চা শ্রমিক ঐক্য গড়ি, প্রাণের দাবি আদায় করি, ঐতিহাসিক ‘মুল্লুক চলো আন্দোলন’ ১৯২১-২০২৩ ও চা শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে আয়োজিত সভায় বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিকের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা নরোত্তম বর্ধনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, মনু-দলই ভ্যালী কার্যকরী পরিষদের সভাপতি ও রহিমপুর ইউপি সদস্য ধনা বাউরী, বীর মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাঁতী, শিক্ষক বিকাশ পাল।

 

এরআগে চা শ্রমিক ও অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি চা বাগানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

আলোচনা সভায় বক্তারা চা শ্রমিকদের ইতিহাস ও ২০ মে-এর তাৎপর্য তুলে ধরেন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *