শ্রীমঙ্গলে ভূমি সেবা সপ্তাহ- ২০২৩ এর উদ্বোধন ও আলোচনা সভা

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

শ্রীমঙ্গলে ভূমি সেবা সপ্তাহ- ২০২৩ এর উদ্বোধন ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) সকাল ১১ টায় “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই স্লোগান সামনে রেখে ভূমি অফিস প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করেন শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস।
মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করে বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার স্বাগত বক্তব্য রাখেন।
উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, প্রবীন সাংবাদিক সৈয়দ নেছার আহমদ, শিক্ষক দ্বিপেন্দ্র ভট্টাচার্য,
উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ভারপ্রাপ্ত সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ