প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মে ২৪, ২০২৩
আর্জেন্টিনায় চলছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২২তম আসর। ইতোমধ্যে টানা দুই জয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত হয়ে গেছে স্বাগতিক আর্জেন্টিনার। অন্যদিকে শুরুটা সুখকর হয়নি টুর্নামেন্টটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। আসরে নিজেদের প্রথম ম্যাচেই ইতালির কাছে হেরে গেছে নেইমারদের উত্তরসূরীরা।
এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ (বুধবার) দিবাগত রাত ৩টায় রাতে ডমিনিকা রিপাবলিকের বিপক্ষে মাঠে নামছে যুবা সেলেসাওরা।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় নেইমারদের। বিশ্বকাপের পর প্রীতি ম্যাচ খেলতে নেমেও ব্যর্থতার বৃত্তে আটকে আছে সেলেসাওরা। তাদের ভূত যেন চেপে ধরেছে যুবা ব্রাজিল দলকেও। বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে থাকা দলটি প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। ইতালির বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে ব্রাজিল। আজকের ম্যাচে হারলেই চলতি বিশ্বকাপ থেকে বিদায় হতে পারে সেলেসাও বাহিনীর।
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্বে লড়াই করছে। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল যাবে নকআউট পর্বে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
যেভাবে দেখবেন খেলা: ম্যাচটি সরাসরি দেখা যাবে ভারতের সনি টেন৩ এইচডি (SONY TEN 3HD), সনি লাইভ(Sony LIV)। এছাড়া ফিফা প্লাসে (fifaplus)এই ম্যাচটি দেখা যাবে সম্পূর্ণ ফ্রি’তে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech