শ্রীমঙ্গলে ইউপি চেয়ারম্যান, সচিব ও সদস্যদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, মে ২৪, ২০২৩

শ্রীমঙ্গলে ইউপি চেয়ারম্যান, সচিব ও সদস্যদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্যদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ৩ দিনব্যাপি মৌলিক প্রশিক্ষণ কোর্স বুধবার (২৪ মে) দুপুরে শেষ হয়েছে।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দুপুর ১২ টায় সমাপনী দিনে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।

সোমবার সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এ কোর্সের শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাস। প্রশিক্ষণে ইউপি চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, মহিলা সদস্যসহ ৪২ জন অংশগ্রহন করেন।

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ