জগন্নাথপুর প্রতিনিধি :: নির্বাচন বর্জন করা বিএনপি নেতাকর্মীরা ভোটকেন্দ্রেও যাবে না বলে জানিয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার।

 

তিনি বলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বিএনপির কোনো নেতাকর্মী ভোট কেন্দ্রে যাবে না। কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত মোতাবেক এ সরকারের অধীনে সব নির্বাচন বিএনপি বয়কট করেছে বিএনপি । তাই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাওয়ার প্রশ্ন উঠে না।

 

তিনি বলেন, একটি মহল কোনো প্রার্থীর পক্ষে বিএনপি নেতাকর্মীদের মৌন সমর্থন রয়েছে বলে অপপ্রচার চালাচ্ছে। এতে বিভ্রান্ত না হতে তিনি বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *