অশ্রুভেজা চোখে ক্লাব ছাড়লেন ইনিয়েস্তা

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

অশ্রুভেজা চোখে ক্লাব ছাড়লেন ইনিয়েস্তা

জাপানি ক্লাব ভিসেল কোবের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে বার্সেলোনা ও স্পেনের সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার। আগামী ১ জুলাই ক্লাবটির হয়ে শেষ ম্যাচ খেলবেন ৩৯ বছর বয়সী তারকা। ইনিয়েস্তা জে-লিগ ছাড়ছেন মৌসুমের মাঝপথে।

২০১৮ সালে বার্সা ছেড়ে ভিসেল কোবেতে যোগ দেন ইনিয়েস্তা। চলতি মৌসুমে মাত্র তিন ম্যাচ খেলেছেন তিনি। তাও বদলি হিসেবে। ভিসেল কোবে ছাড়লেও আপাতত অবসরের পরিকল্পনা নেই ইনিয়েস্তার। তিনি বলেছেন, ‘আমি চেয়েছি যথাযথভাবে সময়টা শেষ করতে চেয়েছি। এখন দেখি আমার জন্য কোন বিকল্প পথ খোলা আছে।’

এখনই অবসর না নেওয়ার প্রসঙ্গে আজ সংবাদ সম্মেলনে ইনিয়েস্তা অশ্রুভেজা কণ্ঠে আরও বলেছেন, ‘আমি খেলে যেতে চাই এবং তারপর অবসর। আমি এখনো সক্রিয় আছি। আমি এমন একটা জায়গা খুঁজে যেখানে শেষপর্যন্ত অবসর নিতে পারি।’

ভিসেল কোবের হয়ে ১৩৩ ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। ২০১৯ সালে জিতেছেন জাপানের ঘরোয়া এম্পেরর কাপ। একই বছর জিতেছেন জাপানিজ সুপার কাপ। বার্সার হয়ে ২২ বছরের ক্যারিয়ারে ৩২ ট্রফি জিতেছেন স্পেনের হয়ে ২০১০ সালে বিশ্বকাপজয়ী তারকা। কাতালান জায়ান্টদের মূল দলে ৬৭৪ ম্যাচ খেলেছেন তিনি।

ভিসেল কোবে ছাড়া সহজ সিদ্ধান্ত নয় জানিয়েছেন ইনিয়েস্তা। তিনি বলেছেন, ‘আমার ক্যারিয়ারের জন্য এটি কঠিন সিদ্ধান্ত’। সাবেক স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘আমি সবসময় ভাবতাম এখানেই অবসর নেবো। কিন্তু সেটি আর হচ্ছে না।’

ইনিয়েস্তা আরও বলেছেন, ‘গত কয়েক মাস ধরে দলে অবদান রাখার ইচ্ছে নিয়ে আমি কঠিন অনুশীলন করেছি। তবে আমার মনে হয়েছে কোচের ভিন্ন পরিকল্পনা আছে।’

 

0Shares