জুড়ীতে ডিবির অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

জুড়ীতে ডিবির অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজার জেলার জুড়ী থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ আজাদ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২৪ মে) বিকেলে এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল জুড়ী থানাধীন ০৭ নং ফুলতলা ইউনিয়নের বিরনতলা গ্রামে আটককৃত ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

এসময় আজাদ মিয়ার বসতঘরে তল্লাশি পরিচালনা করে ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরবর্তীতে আজাদের দেয়া তথ্য মতে পুর্ব বটলী গ্রামে পলাতক এক আসামির বাড়িতে অভিযান পরিচালনা করে আরও ০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এসআই ইফতেখার জানান, জুড়ীর ভারতীয় সীমান্তবর্তী পূর্ব বটলী গ্রামের ২/৩ জন লোক ভারত থেকে এই ফেনসিডিল এনে বিক্রি করে বলে আটককৃত আজাদ মিয়া জানিয়েছে। আমরা তাদের গ্রেফতারের চেষ্টা করছি। আর এই ঘটনায় আজাদ মিয়াসহ পলাতক ২ ব্যক্তির বিরুদ্ধে জুড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ