জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে জিয়াপরিষদ মিডিলসেক্স শাখার মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুন ১, ২০২৩

জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে জিয়াপরিষদ মিডিলসেক্স শাখার মিলাদ ও দোয়া মাহফিল

 

ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জিয়া পরিষদ মিডিলসেক্স শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০শে মে) রাত ১০ ঘটিকার সময় লন্ডনের সাউথহল এলাকার একটি অভিজাত হোটেলে উক্ত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ ইউকে সভাপতি সাইফুল আলম চৌধুরী।

 

 

 

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতি করেন ইউকে জিয়া পরিষদ মিডিলসেক্স শাখার সভাপতি তমিজ উদ্দিন এবং সঞ্চালনা করেন হারুনুর রশিদ। এতে দোয়া পরিচালনা করেন জিয়া পরিষদ ইউকে সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দিন মানিক হাই।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিলসেস্ক বিএনপি সাবেক আহবায়ক ও ইউকে বিএনপি উপদেষ্টা বশির আহমদ চৌধুরী, বিশেষ কমিউনিটি নেতা শহীদুল হক চৌধুরী লিটন।

 

 

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জিয়া পরিষদ ইউকে সহ-সভাপতি মনিরুজ্জামান, সহ-সভাপতি মো.ইসলাম, সহ-সভাপতি মিনাল, সহ-সভাপতি সাইফুদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন আহমদ, শামীম আহমদ চৌধুরী, ইউকে জাসাস নেতা বাবুল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আতাউর রহমান,শাওকাত হোসেন, লুৎফুর রহমান, আলী হোসেন, মির্জা সহ বিএনপি‘র স্থানীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

 

পরে মোনাজাতে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন । সেইসাথে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

0Shares