পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সনদ বিতরণ

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জুন ১, ২০২৩

পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সনদ বিতরণ

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১ জুন দুপরে মৌলভীবাজার পুলিশ লাইনস ড্রিল শেডে মৌলভীবাজার জেলা পুলিশ এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জের আয়োজনে পুলিশের কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য এক সপ্তাহ মেয়াদী ধারাবাহিক দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়। প্রশিক্ষণের সমাপনী দিনে মেধাক্রম অনুসারে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় জেলা পুলিশে কর্মরত অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ