প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জুন ১, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজার পুরো জেলায় চলছে প্রচণ্ড দাবদাহ।আর এই প্রচন্ড দাবদাহের মাঝেও চলছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। বুধবার সকাল থেকে শুরু হওয়া এই লোডশেডিং জেলার ৭ উপজেলার প্রতিটি এলাকায় চলছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ ।
বুধবার রাতে এ রিপোর্ট লেখার সময় শহরের অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। এতে সব শ্রেণীর মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। জেলার ক্ষুদ্র মাঝারি কল কারখানা সহ চায়ের বাগানগুলোতে উৎপাদন চরমভাবে ব্যহত হচ্ছে। এ নিয়ে জনমনে বিরাজ করছে চরম ক্ষোভ অসন্তোষ।
বিদ্যুৎ বিভাগ বলছে জাতীয় গ্রিড সরবরাহ কম থাকায় তারা ৪০ শতাংশেরর মতো লোডশেডিং করতে হচ্ছে
মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সুত্র জানায়, মৌলভীবাজার জেলার ৭ উপজেলার গ্রাহক ৫ লাখের বেশি। এরমধ্যে মৌলভীবাজার শহর, শ্রীমঙ্গল ও কুলাউড়ায় আছে পিডিবির লক্ষাধিক গ্রাহক। এছাড়া পল্লী বিদ্যুত সমিতির গ্রাহকের সংখ্যা ৪ লাখের বেশি। সব মিলিয়ে প্রতিদিন শতাধিক মেঘাওয়াট বিদ্যুতের প্রয়োজন।মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সরবরাহ এবং বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাবিবুল বাহার বলেন,আজ মৌলভীবাজার শহর ও শ্রীমঙ্গল মিলে আমার চাহিদা ১৪ মেঘাওয়াটের মতো। অথচ বরাদ্দ পেয়েছি সাড়ে ৯ মেঘাওয়াটের মতো। ফলে বাধ্য হয়ে এক ঘন্টা পর পর লোডশেডিং করতে হচ্ছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech