প্রখ্যাত আলেম মুফতি ইউসুফের জানাজা সম্পন্ন

প্রকাশিত: ৩:০৭ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৩

প্রখ্যাত আলেম মুফতি ইউসুফের জানাজা সম্পন্ন

লাখো মানুষের ঢল

 

জৈন্তাপুর প্রতিনিধি :: মাদ্রাসাতুল উলুম দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসার শাইখুল হাদিস প্রবীণ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সবর্জন শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি ইউসুফ (শ্যামপুরী হুজুর) মারা গেছেন।

 

শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের সময় তিনি নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

 

দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-৫ ছেলে, ৩ কন্যা সন্তানসহ বহু আত্মীয়স্বজন, গুণগ্রাহী এবং মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থীসহ সহকর্মী রেখে গেছেন।

 

শুক্রবার রাত ৯টায় মাদ্রাসাতুল উলুম দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। মরহুমের নামাজে জানাজার ইমামতি করেন তার ছেলে হযরত মাওলানা হারুনুর রশীদ।

 

মুসল্লিদের ঢলে মাদ্রাসার ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় আশপাশের রাস্তাঘাট পরিপূর্ণ হয় মুসল্লিদের ভিড়ে। বাজারের অলিতে গলিতে দাড়িয়ে জানাজার নামাজ পড়েন মুসল্লিরা।

 

জানাজার নামাজে অংশগ্রহণ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দসহ সিলেট বিভাগের বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিসগণ, জনপ্রতিনিধি, মাদ্রাসার শিক্ষার্থী, সাংবাদিক, সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেন। পরে তাকে হরিপুর বাজার মাদ্রাসার করবস্থানে দাফন করা হয়েছে।

 

এদিকে, মরহুম মাওলানা মুফতি ইউসুফ সাহেব শ্যামপুরী হুজুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম প্রমুখ।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ