ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৭১, আহত ৮০০

প্রকাশিত: ৩:৩৩ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৩

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৭১, আহত ৮০০

সহায়তা দিতে বাংলাদেশ উপ–হাইকমিশনের হটলাইন চালু

 

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের ওডিশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৭১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮০০ জনের বেশি। ট্রেনের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

ভারতের রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কলকাতাগামী বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ওডিশার বাহাঙ্গাবাজার এলাকায় লাইনচ্যুত হয়ে পড়েছিল। চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পেরিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত ট্রেনের বগির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। করমন্ডল এক্সপ্রেসের কয়েকটি বগি ঘটনাস্থলে একটি মালবাহী ট্রেনের বগির ওপরও আছড়ে পড়ে।

 

দুর্ঘটনার পর আশপাশের জেলাগুলো থেকে সেখানে উদ্ধারকারী দল পাঠিয়েছে ওডিশা রাজ্য সরকার। দুর্ঘটনাস্থলে ৬০টি অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে। উদ্ধারকাজে ভারতের বিমানবাহিনীর সহায়তা চেয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বিষ্ণু।

 

এদিকে ওডিশার ত্রাণবিষয়ক বিশেষ কমিশনার সত্যব্রত সাহু জানিয়েছেন, এখন পর্যন্ত ৪৭ জনকে বালেশ্বর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ১৩২ জনকে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওডিশার মুখ্য সচিব প্রদীপ জেনা।

 

দুর্ঘটনাস্থল থেকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলোতে অনেক যাত্রী আটকা পড়ে আছেন। উদ্ধারকারীদের সহায়তা করছেন স্থানীয় লোকজনও। তবে রাতে অন্ধকারের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।

 

দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে বলেন, ‘ওডিশায় ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। পরিস্থিতি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও কথা বলেছি।’

 

পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পর এক টুইট বার্তায় তিনি বলেন, রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনা পর্যবেক্ষণ করছেন। এদিকে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

সহায়তা দিতে বাংলাদেশ উপ–হাইকমিশনের হটলাইন চালু :: ভারতের ওডিশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দেশের কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, যে কোনো সহযোগিতার জন্য হটলাইন চালু করেছে কলকাতায় বাংলাদেশ উপ–হাইকমিশন।

 

উপ–হাইকমিশনের এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস আজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওডিশার বালেশ্বরের কাছে দুর্ঘটনায় পতিত হয়। সাধারণত বাংলাদেশিরা চিকিৎসার জন্য ট্রেনটিতে যাতায়াত করেন। এই বিবেচনায় বর্ণিত দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ এবং ওডিশার রাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা যোগাযোগ রাখছে।

 

এ সংক্রান্ত তথ্যের জন্য উপ-হাইকমিশনের হটলাইন নম্বর +৯১৯০৩৮৩৫৩৫৩৩ (হোয়াটস অ্যাপ)–এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

0Shares