ডায়াল সিলেট ডেস্ক : পর্যটন নগরীর শ্রীমঙ্গল থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. আবুল ফজল মীর।
শুক্রবার ২ জুন  শ্রীমঙ্গল থানায় এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) সুদর্শন কুমার রায়, সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সী (শ্রীমঙ্গল সার্কেল), শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, ও পরিদর্শক (অপারেশন) এ কে এম ফজলুল হক।
পরিদর্শন কালে যুগ্ম সচিব মো. আবুল ফজল মীর শ্রীমঙ্গল থানার গুরুত্বপূর্ণ রেজিষ্টারসমূহ পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি থানার পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করে স্বাক্ষর করেন।
ফুলেল শুভেচ্ছা জানানোর পর পুলিশের একটি চৌকস দল যুগ্ম সচিবকে গার্ড অব অনার প্রদান করেন।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *