প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জুন ৮, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ ভুক্তভোগীদের অভিযোগ তদন্ত করতে গিয়ে জানা যায় সমাজ সেবা কার্যালয় মৌলভীবাজার এর উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান একজন অদক্ষ কর্মকর্তা । তিনি দায়িত্ব নেবার পর থেকে গোটা জেলা জুড়েই সমাজসেবা কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে।কোন কর্মকর্তা , অফিস সহায়ক কেউ অফিস করছে না। ফলে মাত্র একজন নারী কম্পিউটার অপারেটরকে দিয়েই চলছে সমাজ সেবা কার্যালয় মৌলভীবাজার।
মৌলভীবাজার জেলা সদরের হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে প্রয়োজনীয় জনবলের অভাবে চিকিৎসা সেবা কার্যক্রমে অচলাবস্থা চলছে । রোগীরা সেখানে কোন ধরণের সেবা পাচ্ছেন না। খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী এবং বেওয়ারিশ রোগীদের বিনামূল্যে ওষুধ এবং রোগীর পরীক্ষা নিরীক্ষায় সহায়তা করা হয় ।এসব রোগীদের সাথে অধিকাংশ সময় অভিভাবক না থাকায় অফিস সহায়কই এ কাজে সহায়তা করে থাকে। তাকে সদর দপ্তর থেকে সরাসরি পোস্টিং দেয়া হলেও উপপরিচালক অসহায় প্রতিবন্ধী রোগীদের কথা চিন্তা না করে নিজের ব্যাক্তিগত সুবিধার জন্য তাকে এ অফিস থেকে প্রায় পাঁচ মাস পূর্বে সমাজসেবা অফিসে নিয়ে যান।এর ফল রোগীরা চিকিৎসা সেবা পেতে হয়রানির শিকার হচ্ছেন।
অথচ এক বছর আগেও সেখানে হতদরিদ্র মানুষ, নাম পরিচয়হীন শিশুরা সেখানে বিনা পয়সায় চিকিৎসা থেকে শুরু করে ওষুধ পর্যন্ত পেতো ।
তিনি হাসপাতাল সমাজসেবা কার্যালয় মৌলভীবাজারের অফিস সহায়ক মোঃ বদরুজ্জামান কে নিজের দপ্তরে নিয়ে গেছেন এবং হাসপাতাল সমাজসেবা কার্যালয় এর কর্মকর্তা কে অন্য জায়গায় বদলি করে দিয়েছেন।
এ বিষয়ে উপপরিচালক মোঃ হাবিবুর রহমানের সাথে কথা বললে তিনি এর সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, জনবলের অভাবের কারণেই সৃষ্টি হয়েছে এই অচলাবস্থার ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech