ডায়াল সিলেট ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে মহানগরীর সর্বস্তরের নাগরিককে স্বাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক নৌকায় ভোট দিতে অনুরোধ জানিয়েছেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ । ১৫ জুন  বৃহস্পতিবার  আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের  চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ  ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে আমার দায়িত্ব প্রাপ্ত ৯নং ওয়ার্ডে যুবলীগের নির্বাচনী প্রচারণা  শুরু করে।  এ সময় সমবেত হয়ে নৌকার পক্ষে প্রচারণায় নামেন   মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ। এছাড়াও মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ ৯নং ওয়ার্ডে এলাকায়  লিফলেট বিতরণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ বলেন নৌকার জয় নিশ্চিত হলে যাবতীয় অশান্তির কারণ দূর করে সবক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো।  আগামী ২১ জুনের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *