মৌলভীবাজার ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩

মৌলভীবাজার  ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি

ডায়াল সিলেট ডেস্ক :  রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ২০৩০ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক।

শনিবার (১৭ জুন) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন ও জেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান নেটওয়ার্কের শতাধিক নারী।

মুক্তি চক্রবর্তীর সভাপতিত্ব নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় নারীরা তাদের  বক্তব্যে  বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও উন্নয়ন প্রসঙ্গটি ওতপ্রোতভাবে জড়িত। রাজনৈতিক দলগুলো কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সকল কাঠামোয় নারীর অংশগ্রহণ এবং নেতৃত্ব পর্যায়ে অবস্থান তাদের রাজনৈতিক ক্ষমতায়নের সবচেয়ে বড় সূচকগুলোর একটি।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ