সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কমলগঞ্জ প্রেসক্লাবের মানবন্ধন

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৩

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কমলগঞ্জ প্রেসক্লাবের মানবন্ধন

ডায়াল সিলেট ডেস্ক :জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। সোমবার দুপরে প্রেসক্লাবের সম্মুখে প্রেসক্লাব আয়োনে মানববন্ধনে হয়।

প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত রায় এর সভাপতিত্বে এবং সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান এর পরিচালনায়  মানববন্ধনে বক্তব্য রাখেন,সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি এম এ ওয়াহিদ রুলু, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি জয়নাল আবেদীন। এছাড়া উপস্থিত ছিলেন আর কে সোমেন, সাংবাদিক মোমিন ইসলাম, আশরাফ সিদ্দিকী পারভেজ,নির্মল এস পলাশ, সাংবাদিক অর্জুন নিধু, আলম আহমেদ, হৃদয় ইসলাম, সাদিকুর রহমান সামু, আসাবুজ্জামান ইসলাম প্রমুখ।মানববন্ধনে বক্তারা, গোলাম রব্বানী নাদিমের খুনিদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ