মনজু বিজয় চৌধুরী॥ এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, মাতারকাপন, মৌলভীবাজারের আয়োজনে “এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
২০ জুন মঙ্গলবার সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো: আক্তার হোসেন, অধ্যক্ষ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মৌলভীবাজার এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ শহিদুল ইসলাম, পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সিলেট।
এসময় আরো উপস্থিত ছিলেন মল্লিকা দে, উপপরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিনসহ মৌলভীবাজার সদর, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের অফিস প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।