মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি সম্প্রসারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মৌলভীবাজার গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এর আয়োজনে দিনব্যাপী মৌলভীবাজার গার্ল গাইডস্ কার্যালয়ের ট্রেনিং সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এর কমিশনার বেগম নুরজাহান সুয়ারার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাধুরী মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, নজরুল ইসলাম মুহিব। প্রশিক্ষণ প্রদান করেন মৌলভীবাজার বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডা: পার্লী দাশ। প্রশিক্ষণে বক্তব্য রাখেন নাজমা বেগম, অপরাজিতা রায়, হেমপ্রভা সিংহা প্রমুখ। অনুষ্ঠান মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৬জন হলদে পাখি অংশগ্রহণ করে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *