জুড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৩

জুড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

ডায়াল সিলেট ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার বিকেলে মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জুড়ী উপজেলা যুবদল। মিছিলে পুলিশ বাঁধা দিয়ে মিছিল পন্ড করে দেয় এবং ব্যানার ছিনিয়ে নেয়। জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার বিকেল ৬ ঘটিকায় জুড়ী কামিনীগঞ্জ বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের করে জুড়ী উপজেলা যুবদল। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজার নেতৃত্বে মিছিলটি সমগ্র উপজেলা শহর প্রদক্ষিণ করে বিজিবি ক্যাম্প-এর নিকট থেকে বড় মসজিদ সড়কে প্রবেশ করে। তখন পিছন থেকে পুলিশের একটি গাড়ি এসে মিছিলের সামনে থামে। জুড়ী থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ মিছিলে বাঁধা দেয় এবং ব্যানার ছিনিয়ে নিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

0Shares