৪০টি মোরগ খাওয়ার পর ধরা পড়ল বনবিড়াল

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩

৪০টি মোরগ খাওয়ার পর ধরা পড়ল বনবিড়াল

ডায়াল সিলেট ডেস্ক : শ্রীমঙ্গলে একটি মোরগের খামার থেকে একে একে ৪০টি মোরগ খাওয়ার পর ধরা পড়েছে বন বিড়াল।

সোমবার ২৬ জুন নূর মোহাম্মদ পোল্টি খামারে মালিক বন বিড়ালটিকে আটক করে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দেয়।

খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বন বিড়ালটিকে উদ্ধার করেন। সজল দেব জানান, খামারির খামার থেকে প্রতিদিন মুরগী ধরে খেয়ে আসছিল বন বিড়ালটি।

অনেক চেষ্টা করার পর বিড়ালটিকে তিনি ধরতে পেরেছেন। এর আগে তাঁর মোরগ গুলো খেয়ে অনেক ক্ষতি করেছে বিড়ালটি।

পরে উদ্ধার করা বন বিড়ালটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এ সময় বন বিভাগের বিট কর্মকর্তা আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ