ডায়াল সিলেট ডেস্ক :  মৌলভীবাজারের কুলাউড়ায় গরু হৃষ্টপুষ্টকরণ খামার ব্যবস্থাপনা উত্তম চর্চা সংক্রান্ত এবং মাঠ প্রদর্শনী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জুন) দিনব্যাপি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হলরুমে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আর্থিক সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা. আবু সুফিয়ান সাকিবের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ।বিশেষ অতিথি ছিলেন- কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পায়। অপরদিকে ক্ষতির পরিমাণ হ্রাস পায়। বর্তমান সরকার প্রাণিসম্পদের উন্নয়নে বিভিন্ন খামারিদের উৎপাদনে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে।

তিনি প্রশিক্ষণার্থীদের সরকারের দেওয়া আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন খামারি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে উপজেলার পৌরসভা ও ব্রাহ্মণবাজার কোরবানির পশুর হাট ও ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *