ডায়াল সিলেট ডেস্ক :  মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শীর্ষ সন্ত্রাসি ও ১৭টি মামলার আসামি ব্লেড রবি মারা গেছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার (২৫ জুন) আনুমানিক রাত ৯টার দিকে ব্লেড রবিকে (৩০) শ্রীমঙ্গল শহরের শাহিবাগ আবাসিক এলাকার রেল লাইনের পাশে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর মীর এম এ সালাম বলেন, ব্লেড রবি-কে চোর এবং ছিনতাইকারী হিসেবে অনেকেই চিনেন। সে চুরি এবং ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। কিন্তু তাকে কে বা কারা মেরেছে এ ব্যাপারে কোনো তথ্য জানা নেই বলেও তিনি জানান। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অজন্তা দেবী বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে গুরুতর জখমপ্রাপ্ত রবি নামে এক যুবককে স্থানীয়রা নিয়ে আসে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করি।

মৌলভীবাজার ২৫০শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (২৫ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালের রবির মৃত্যু হয়।

জানা যায়, ব্লেড রবি ব্রাহ্মণবাড়িয়া জেলার ফতেপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। সে দীর্ঘদিন দিন যাবত শ্রীমঙ্গল বসবাস করে আসছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, শুনেছি ব্লেড রবি-কে গতকাল রাতে শাপলাবাগ এলাকার পাশে রেল লাইনের উপরে আহত অবস্থা পাওয়া যায়। তবে এ ঘটনার স্থলটি জিআরপি থানার। তিনি আরও জানান, নিহত ব্লেড রবির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানাসহ জেলার বিভিন্ন থানায় প্রায় ১৭ টি মামলা রয়েছে। সে পেশায় একজন ছিনতাইকারী এবং শীর্ষ সন্ত্রাসী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *