ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মৌলভীবাজার জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার রাতে পুলিশ সুপার সরকারি বাসভবনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আর্মি বিনতে সালাম।,পৌর মেয়র মো: ফজলুর রহমানসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।