ঢাকা ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আশিদ্রোন ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুলাই) সন্ধ্যায় মোহাজেরাবাদ হাইস্কুলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে স্থানীয়
ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আবু তাহের মিয়াকে সভাপতি ও বিনোদ তাঁতিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত করা হয় মো. জহিরুল ইসলাম ও ফারুক মিয়াকে। আর যুগ্ম সম্পাদক নির্বাচিত হয় পার্থ সবা নায়ককে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমেদ, দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন ফয়েজ,আশিদ্রোন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক ও আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর । এছাড়াও এ সময় স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।