কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে ট্রলিচালককে মারধরের অভিযোগ

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৩

কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে ট্রলিচালককে মারধরের অভিযোগ

ডায়াল সিলেট ডেস্ক : কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে ওয়ারিছ মিয়া নামে এক ট্রলিচালককে মারধরের অভিযোগ উঠেছে।
গত ৩০ জুন উপজেলার সদর ইউনিয়নের গুতগুতি গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওয়ারিছ মিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া ইউনিয়নের গুতগুতি গ্রামের আকলাস মিয়া চৌধুরীবাজার-রাঙ্গিছড়া সড়কের ইট চুরি করে নিয়ে যান। এতে টানা বৃষ্টিপাতে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরে স্থানীয় ইউপি সদস্য ইটের কংক্রিট দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করেন। এ ছাড়াও সরকারি সড়ক নিজের বলে দাবি করেন আকলাস। ৩০ জুন রাউৎগাঁও ইউনিয়নের ট্রলিচালক ওয়ারিছ মিয়া ওই রাস্তা দিয়ে মালামাল পরিবহনের সময় রাস্তায় খুঁটি দেওয়া ও গর্ত করা দেখতে পান। এ সময় অভিযুক্ত আকলাস মিয়া এগিয়ে এলে ট্রলিচালক ওয়ারিছ মিয়া এর প্রতিবাদ করলে ওয়ারিছ মিয়াকে মারধর করেন আকলাস।

 এ বিষয়ে রাউৎগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লিটন হোসাইন জানান, চৌধুরীবাজার-রাঙ্গিছড়া সড়কের গুতগুতি এলাকার আংশিক সড়ক আকলাস মিয়া নিজের বলে দাবি করেন। অথচ এই সড়কটি সরকারি। এ নিয়ে কয়েকবার উপজেলা প্রশাসনকে মৌখিকভাবে বিষয়টি অবগত করা হয়েছে।এ ঘটনায় অভিযুক্ত আকলাস মিয়ার বক্তব্যের জন্য একাধিকবার তার মুঠোফোনে কল দিয়ে তাকে পাওয়া যায়নি।অভিযোগ পেয়ে কুলাউড়া থানার এএসআই আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ