প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার এলাকার বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) শিল্প নগরীতে অবস্থিত শতভাগ রপ্তানিমুখী উন্নত ও সর্বাধুনিক আতর তৈরির প্রতিষ্ঠান আগর ফ্রেগরেন্সে যে কেউ প্রবেশ করলে দৃশ্য দেখে মনে হবে এটি যেনো একটি সবুজ কারখানা।
মৌলভীবাজারের একমাত্র এ সবুজ কারখানাটি দেখতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীদের আনাগোনা দেখা যায়। সোমবার (৩ জুলাই) সরেজমিন ঘুরে এ প্রতিষ্ঠানের গেটের প্রবেশমুখ থেকে শুরু করে ভেতরের চারপাশে দেখা যায় দেশি-বিদেশি ফুলসহ নানা জাতের গাছপালা দিয়ে গড়ে তোলা হয়েছে সবুজের কারখানা। চারপাশের সবুজ গাছগাছালি পুরো পরিবেশকে করে তুলেছে মোহনীয়। কারখানার পশ্চিম পাশের সীমানা দেয়াল লাগোয়া প্রায় ২০ ফুট উচ্চতার রেলিংয়ে স্থাপন করা হয়েছে শতাধিক আকর্ষণীয় টব। এসব টবে শোভা পাচ্ছে নানা জাতের, নানা রঙের অর্কিড ও দেশি-বিদেশি ফুলগাছ। ফুলের মধ্যে রয়েছে হলুদ জুঁই, বোগেনভেলিয়া, অ্যারেকা পাম, মালাগা, মার্বেলা, পাইন, মানি প্ল্যান্ট, অপরাজিতা, এডেনিয়াম, ক্যাকটাস, দোপাটি, গ্লাডিওলা, ফ্রিজিয়া, লরেল, গোলাপ, পাতাবাহার, ক্যালামাস ইত্যাদি। সবুজে ঘেরা এমন মনোরম পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে।
‘আগর ফ্রেগরেন্স’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম আক্তার হোসেন মিন্টু বলেন, এখানে ১০ জাতের অর্কিড আর ৫০ জাতের দুই শতাধিক ফুল ও অন্যান্য গাছ রয়েছে কারখানা সীমানায়। তিনি আরও বলেন আমাদের এ প্রতিষ্ঠান ২০১৮ সালে মৌলভীবাজারের বিসিক শিল্পনগরীতে গড়ে তোলা হয়। প্রতিষ্ঠানের ভবন নির্মাণের পর, কারখানা চালুর আগেই কারখানাটিতে সবুজায়নের কাজ শুরু হয়। ওই সময়ে কারখানার চারপাশে রোপণ করা হয় নানা জাতের গাছ। এমনকি দ্বিতল ভবনের দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয় লতানো ফুলের গাছ। মূল গেটে রোপণ করা হয় বোগেনভেলিয়া। কারখানার ভেতরে-বাইরে রয়েছে দুই শতাধিক গাছপালা।
কারখানার শেষ প্রান্তে প্রায় ২০ ফুট উচ্চতার রেলিংয়ে শতাধিক টব স্থাপন করে রোপণ করা হয় নানা জাতের অর্কিডসহ দেশি-বিদেশি ফুলগাছ। পুরো কারখানাটিই গাছপালায় ঘেরা। যেন সবুজের এক মেলা। দূর থেকে সবুজ গাছপালা দেখে মনে হবে যেন কারখানা নয়, এটি নার্সারি। কারখানার ভেতরে টবে রয়েছে বিশেষ কিছু গাছ। এ গাছগুলো আলো-বাতাস ছাড়াই বেড়ে ওঠতে পারে। আমরা মনে করি, কারখানার গাছ শুধু সৌন্দর্যবর্ধন করে না, ব্যবসার উন্নয়নেও ভূমিকা রাখে। ব্যবসার সঙ্গে পরিবেশের কথাও ভাবতে হবে। সবুজ কারখানা পরিবেশকে রক্ষা করে। তাই আমাদের চাওয়া দেশের প্রতিটি শিল্পকারখানা হোক সবুজ।
আগর ফ্রেগরেন্সের চেয়ারম্যান জিয়া হায়দার মিঠু বলেন, ‘পরিবেশ রক্ষায় সারা বিশ্বে এখন সবুজ কারখানা হচ্ছে। বাংলাদেশেও অসংখ্য সবুজ কারখানা রয়েছে। বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর অধিকাংশই সবুজায়নের দিকে ঝুঁকছে। আমরা যখন মৌলভীবাজারে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলি, তখন প্রথমেই আমাদের ভাবনায় ছিল সবুজ কারখানা গড়ে তোলার। আমাদের কারখানার প্রতিটি ইউনিটে গাছপালা রোপণ করেছি। পরিপূর্ণ সবুজ কারখানা তৈরির কাজ এখনও চলমান। কারখানাটি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে বলেও তিনি জানান।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech