শশুরবাড়ির লোকজন রড দিয়ে আঘাত গুরুতর রক্তাক্ত জখম

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩

শশুরবাড়ির লোকজন রড দিয়ে আঘাত গুরুতর রক্তাক্ত জখম

ডায়াল সিলেট ডেস্ক:  শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখাঁন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লাহারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. সাইফুর রহমান (৩৬)। সে পার্শ্ববর্তী গ্রাম লাহারপুর চানমারী বস্তিতে বিয়ে করেন। বিয়ের পর থেকে শশুরবাড়ির লোকজনের সাথে  বনিবনা না হওয়ায় গত বছর সাইফুর রহমানের স্ত্রী বাপের বাড়িতে চলে যান। তাদের ২টি সন্তানও রয়েছে । সন্তানটি পালাক্রমে কিছুদিন মায়ের কাছে আর কিছুদিন বাবার কাছে থাকেন। তবে আজ ৭ জুলাই (শুক্রবার) দুপুর ১২টায় সাইফুর রহমান তার পুত্র জুলফিকার ইসলাম মোসালিনকে মায়ের কাছে দিতে চানমারী বস্তিতে যান। এসময় তার শ্যালক আশরাফুল ইসলাম ফেরদৌস রাগান্বিত হয়ে বাচ্চাকে লক্ষ্য করে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। কিন্তু  বাচ্চার মাথায় লোহার রডের আঘাত না লেগে সাইফুর রহমানের মাথায় লেগে মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন সাথে সাথে সাইফুরকে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে নিয়ে আসলে তার মাথায় ৩টি সেলাই দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। এ বিষয়ে মো. সাইফুর রহমান বলেন আমি আগে চিকিৎসা নেই তারপর থানায় মামলা দায়ের করব।

0Shares