মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ হঠাৎ করেই বেড়ে গেছে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এবং উপজেলা কমলগঞ্জ ২জন ডেঙ্গু শনাক্ত হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ১ করে ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। আরোকজন হলেন কমলগঞ্জ কমপ্লেক্স হাসপাতালে ১ করে ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী, সিলেটে প্রতিদিনই শনাক্ত হচ্ছে ডেঙ্গু রোগী। গত ৬ মাসে সিলেট বিভাগে ৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। মৌলভীবাজার সিভিল সার্জন, ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, সিলেট বিভাগে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয় শ্রীমঙ্গলে । তবে চিকিৎসকরা জানিয়েছে ডেঙ্গু শনাক্ত রোগীদের প্রায় সকলেই ঢাকা ফেরত। অর্থাৎ, ঢাকা থেকে ডেঙ্গু বহন করে নিয়ে এসেছেন তারা।