প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) নিজের প্রার্থিতা ঘোষণা করলেন বীর মুক্তিযোদ্ধা, শব্দ সৈনিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।
শনিবার দুপুরে সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে তিনি বলেন, জীবনের শেষ সময়ে মানুষের জন্য নিজেকে নিবেদিত করতে চাই।
লিখিত বক্তব্যে অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী বলেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলাম। নিপীড়িত নির্যাতিত ও অবহেলিত জাতিকে স্বাধীনতা এনে দিতে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিলো। এখন বিতাড়িত সেই পাক হানাদারদের প্রেতাত্মারা আবারও সক্রিয় হয়ে উঠেছে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসীদের আজ ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
অরূপরতন চৌধুরী বলেন, আমার শেকড় সিলেটে। এখন চাওয়া একটাই-নিজের শেষ সময়টুকু সিলেটের মাটি ও মানুষের কল্যাণে কাজ করা। তিনি বলেন, সিলেটের সর্বাপেক্ষা উপেক্ষিত এবং অবহেলিত জনপদ বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর তথা সিলেট-২ আসন। এ আসনের প্রতিটি এলাকা এখনো উন্নয়নবঞ্চিত। যোগ্য এবং দক্ষ জনপ্রতিনিধির অভাবে সর্বোপরি এলাকার প্রতি দায়হীনতার কারণে কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে এ আসনটি।
অরূপরতন চৌধুরী বলেন, সিলেট-২ আসনের জনগণের দুঃখ; জনপ্রতিনিধি থাকলেও তারা সময়মতো তাকে কাছে পান না। আমি এই এলাকার সন্তান হিসেবে অবহেলিত এ এলাকার মানুষের পাশে দাঁড়াতে চাই। জনগণের কাক্সিক্ষত উন্নয়নের মাথ্যমে এলাকাকে উন্নত-স্মার্ট এলাকা হিসেবে গড়তে চাই। আমার বিশ্বাস- দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে আমাকে সিলেট-২ আসনে দলীয় মনোনয়ন দিয়ে অবহেলিত মানুষের পক্ষে কাজ করার সুযোগ করে দেবেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech